
২০২৫ সালের ডিসেম্বর মাসে বিগত বছরের এক মাসে সর্বাধিক নিহতের ঘটনা ঘটেছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় প্রানহানি কম হলেও অন্য তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অনেক বেড়েছে। ডিসেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে হবিগঞ্জ জেলায়। বছরের শেষ এ মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭ জনের প্রানহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন ৬১ জন। এ মাসে অন্যান্য মাসের তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনার প্রাণহানির সংখ্যা অনেক বেড়েছে।
রোববার (৪ জানুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে ডিসেম্বর মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ১৬ জন মোটরসাইকেল চালক ও আরোহী রয়েছেন। ডিসেম্বর মাসে সিলেট জেলায় নয়টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ২ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ডিসেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৬ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ২ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী, ১৬ জন চালক ও ১১ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৭টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ১০টি দুর্ঘটনায় ১১ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ২ জন ও গাড়ি চাপায় ১৮টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া ডিসেম্বর মাসে নিহত ৩৭ জনের মধ্যে ৩০ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন।