ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

যশোরে মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

যশোরে মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

যশোরসহ সাত জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে— পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট অঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের সর্বত্র রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বজায় থাকবে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে, তবে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে।

যশোরে শৈত্যপ্রবাহের প্রভাবে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে ভোর-সকাল ও রাতে তীব্র শীতের সম্মুখীন হচ্ছে খেটে খাওয়া মানুষরা। বেশি বিপাকে পড়েছেন বেনাপোল বন্দরের চার হাজার শ্রমিক। দূর দুরান্ত থেকে সকাল হলেই এই শ্রমিকরা বন্দরে আসে, নেই তেমন কোনো শীতের কাপড়। সরকার থেকেও কোনো শীতবস্ত্র দেওয়া হয়নি শ্রমিকদের।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশে অবস্থান করছে, যা শৈত্যপ্রবাহের মূল কারণ। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

যশোরবাসীর জন্য শীতমন্ডলীয় এই সময়টিতে বিশেষ সতর্কতা ও প্রস্তুতির প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যশোর,শৈত্যপ্রবাহ,জনজীবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত