
‘শিক্ষা-শিল্পে গড়ব দেশ, হবে মানবিক বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে শিশু-কিশোর অধিকার পরিষদের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী শিশু-কিশোর অধিকার পরিষদের সভাপতি লিটন মাহমুদ, সহ-সভাপতি শিব্বির মোল্লা সোহেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কাশেম হোসেন, সাংগঠনিক সম্পাদক কোরবান হোসেন, কোষাধ্যক্ষ মো. জিহাদুর রহমান, শিশু শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সুরাইয়া রহমান এবং কার্যনির্বাহী সদস্য মো. আওয়াল মোল্লা ও রাসেল মৌলিক।
এছাড়াও উপস্থিত ছিলেন মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সমাজসেবক আবুল ফয়েজ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ খন্দকার।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই তাদের এই মানবিক উদ্যোগ।