ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

যশোরে বিএনপি নেতাকে হত্যা: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার

যশোরে বিএনপি নেতাকে হত্যা: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার

যশোর শহরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আলমগীর হোসেন নিহত হওয়ার ঘটনায় সাতক্ষীরার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করেছে বিজিবির সদস্যরা।

ঘটনায় জড়িত পলাতক আসামিরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে সাতক্ষীরা সীমান্তে ব্যাপক নজরদারি ও অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আশরাফুল হক জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একই সঙ্গে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারিও।

তিনি আরও জানান, বিএনপি নেতা আলমগীর হোসেন নিহতের ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

যশোর,বিএনপি নেতা,হত্যা,সাতক্ষীরা,সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত