ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মৌলভীবাজারে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রী

মৌলভীবাজারে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রী

মৌলভীবাজারে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রী, জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

রোববার (৪ জানুয়ারি) চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। গত শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

সেই সাথে জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। এক ঘন্টার পথ দেড় থেকে দুই ঘন্টায় পাড়ি দিতে হচ্ছে বলে জানান দূরপাল্লার যানবাহনের যাত্রী ও চালকরা।

বিশেষ করে ভোরের দিকে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস আর দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বেশি অনুভুত হচ্ছে। ফলে সকাল থেকে কাজে বের হওয়া সাধারন মানুষ থেকে শুরু করে চা বাগানের লক্ষাধিক চা শ্রমিকদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সাথে দুপুর অবধি ঘন কুয়াশায় ঢেকে থাকছে সড়ক মহাসড়ক থেকে চা বাগান, হাওর এবং পাহাড়ি জনপদ।

মৌলভীবাজার,শৈত্যপ্রবাহ,তাপমাত্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত