
তীব্র শীতের মধ্যে মানবিক দায়িত্ববোধ থেকে গভীর রাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা ঘুরে তিনি ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। রেড ক্রিসেন্ট সোসাইটি–এর সহায়তায় এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। গভীর রাতেও মেয়র নিজে উপস্থিত থেকে শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শীত মৌসুমে খোলা আকাশের নিচে থাকা অসহায় মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয়। সমাজের সামর্থ্যবানদের পাশাপাশি সব মানবিক সংগঠনকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, “মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান দায়িত্ব। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো কোনো দয়া নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক কর্তব্য।”
মেয়র আরও বলেন, শীত মোকাবেলায় চট্টগ্রাম নগরীতে পর্যায়ক্রমে আরও কম্বল বিতরণ করা হবে। বিশেষ করে ভাসমান, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের কথা বিবেচনায় রেখে এই কার্যক্রম চলমান থাকবে।
তিনি এই মানবিক উদ্যোগে সহযোগিতা করায় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
কম্বল বিতরণকালে মেয়রের সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা ছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
শীতার্ত মানুষরা গভীর রাতে মেয়রকে পাশে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।