
সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্যা বিস্তার নিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ইতোমধ্যেই সাত নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার কআ হয়েছে।
সদর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, কয়েক দিন ধরে পৌর এলাকার সরদারপাড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লায় আধিপত্য বিস্তার নিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকারীরা ভাঙচুর ইটপাটকেল ও বাটুল নিক্ষেপ, অগ্নিসংযোগসহ লুটপাটের ঘটনাও ঘটায়। দফায় দফায় এ তুমুল সংঘর্ষে নারীরাও জড়িয়ে পড়েন। এতে উভয় মহল্লার নারীসহ অর্ধশতাধিক আহত হন। আহতদের মধ্যে তিন নারীসহ ১৭ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার এসআই আলামিন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় উল্লেখিত মামলা দায়ের করেন। পুলিশ শনিবার রাত থেকে সোমবার গভীর রাত পর্যন্ত কয়েক দফা অভিযান চালিয়ে ৭ নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করে।
এ গ্রেফতার অভিযান অব্যাহত থাকায় সংঘর্ষ এলাকায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।