ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেলো যুবকের

মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেলো যুবকের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল রেস খেলতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে রায়াতুল ইসলাম রবি (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় মিজমিজি ক্যানেলপাড়স্থ ১০ পাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের বাবার নাম মো. ফারুক। তারা (নাসিক) এক নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকার বাসিন্দা। আহত দুজন হলেন হাবিব ও বিজয়।

পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন বন্ধু মিলে নম্বরবিহীন দুটি মোটরসাইকেল চালিয়ে রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি রাস্তায় উলটে গিয়ে দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হন তিন বন্ধু রায়াতুল ইসলাম রবি (২১), বিজয় (২২) ও হাবিব (২২)। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে সাইন বোর্ড এলাকায় প্রো অ্যাকটিভ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রায়াতুল ইসলাম রবিকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধারসহ দুর্ঘটনা কবলিত নম্বরবিহীন মোটরসাইকেল দুটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মোটরসাইকেল রেস,প্রাণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত