ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে মোটরসাইকেল রেস করতে গিয়ে যুবক নিহত, আহত ৪

নারায়ণগঞ্জে মোটরসাইকেল রেস করতে গিয়ে যুবক নিহত, আহত ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাতুল ইসলাম রবি (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুই যুবকসহ এক দম্পত্তি আহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় মিজমিজি ক্যানেলপাড়স্থ ১০ পাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত দুজনের নাম হাবিব (২২) ও বিজয় (২২) জানা গেলেও দম্পতির বিষয়ে কিছু জানা যায়নি। নিহত রাতুল ইসলাম রবি সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পূর্বপাড়া এলাকার বাসিন্দা ফারুক হোসেনের ছেলে।

আহত হাবিব ও বিজয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী রোমান নামের একজন জানিয়েছেন, তিন বন্ধু মিলে নম্বরবিহীন দুটি মোটরসাইকেল চালিয়ে রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি রাস্তায় উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়।

মূলত নিহত এবং তার বন্ধুরা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল এবং আরেক পাশ থেকে এক দম্পতি তাদের শিশু সন্তানকে নিয়ে ফিরছিলেন।

ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই বজলুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি নম্বরবিহীন। এগুলো জব্দ করা হয়েছে। তবে আরেকটি গাড়িসহ দম্পতির খোঁজ পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক এর সত্যতা নিশ্চিত করেছেন।

আহত ৪,যুবক নিহত,মোটরসাইকেল রেস,নারায়ণগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত