
কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশি মিশন থেকে কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের দপ্তর থেকে ভিসা দেওয়া বন্ধ করা হয়েছিল।
তবে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ হলেও বাণিজ্যিকসহ অন্যান্য ভিসা দেওয়া চালু থাকছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) রাতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এবং বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকেই তা কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা ইস্যু বন্ধ রাখা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা বিবেচনা এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে ভারত কয়েক দিনের জন্য বাংলাদেশে ভিসা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখে।
পরবর্তীতে ভিসা সেন্টারগুলো আংশিকভাবে চালু হলেও মেডিকেল ভিসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু বন্ধ রাখে ভারতীয় কর্তৃপক্ষ। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। এই প্রেক্ষাপটেই বাংলাদেশও ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
আবা/এসআর/২৫