অনলাইন সংস্করণ
২০:৪৬, ০৮ জানুয়ারি, ২০২৬
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কেবলমাত্র ভারতের বাইরের ভেন্যুতে হলে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, একজন ক্রিকেটার সীমিত সময়ের জন্য যাত্রা করবে এবং খেলা শেষ হলে ফিরে আসবে।
যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে দলটি খেলবে, কিন্তু দলের সঙ্গে সমর্থকরাও যাত্রা করবে, তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন আছে। তিনি বলেন, “আমরা কি করে বিশ্বাস করব, তারা নিরাপদে থাকবে?”
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, হিন্দুত্ববাদী কিছু সংগঠন বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চালাচ্ছে। এর প্রেক্ষিতে ভারতীয় নিরাপত্তাবাহিনীর পক্ষে সত্যিকার অর্থে নিরাপত্তা দেওয়াটা কঠিন। সুতরাং, বাংলাদেশ খেলবে, তবে ভারতের বাইরে এমন ভেন্যুতে যেখানে এই সমস্যা থাকবে না।
সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার বিষয়ে আইসিসিকে জানায়। ভারতের বাইরে ম্যাচ সরিয়ে নেয়ার পাশাপাশি বিসিবি শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাবও দিয়েছে।