ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

উদ্বোধনের প্রায় তিন বছরের মধ্যেই বেহাল ‘বিদ্রোহী হল’

উদ্বোধনের প্রায় তিন বছরের মধ্যেই বেহাল ‘বিদ্রোহী হল’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ‘বিদ্রোহী হল’ উদ্বোধনের প্রায় তিন বছরের মধ্যেই নাজুক অবস্থায় পড়ে গেছে। হল ভবনের ছাদ ও কক্ষের টাইলস ফেটে উঠে আসছে এবং পিলার জয়েন্ট ও বিমে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই এসব ফাটল দিয়ে পানি কক্ষের ভেতরে ঢুকে পড়ছে, এতে আবাসিক শিক্ষার্থীরা চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর আনুষ্ঠানিকভাবে ‘বিদ্রোহী হল’-এর উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই হলে এক হাজার ২৮৪ জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে। তবে উদ্বোধনের প্রায় তিন বছর পেরোতেই হলের ভৌত অবকাঠামোর এমন দ্রুত অবনতিতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, হলের বিভিন্ন সমস্যা নিয়ে এর আগেও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে জানানো হয়েছে। সে সময় দপ্তরের কর্মকর্তারা ছাদের ফাটল পরিদর্শন করলেও দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ইদানীং রুমের ভেতরের টাইলস ফেটে উপরে উঠে যাচ্ছে।

একাধিক আবাসিক শিক্ষার্থী জানান, “টাইলস এত অল্প সময়ের মধ্যে ফাটল ধরা অস্বাভাবিক। বর্ষাকালে বৃষ্টির পানি সরাসরি রুমে ঢুকে পড়ে, ছাদ থেকেও পানি চুইয়ে পড়ে। সামান্য ভূমিকম্প বা দুলুনি অনুভূত হলেই আতঙ্কে থাকতে হয়।”

বেহাল ‘বিদ্রোহী হল’,তিন বছরের মধ্যে,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত