
চাঁদপুরে আইদি বাস চাপায় রাহেলা আক্তার শান্তা (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় ঘোষের হাটে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস চাপার ঘটনায় গুরুতর আহত হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে বিকাল ৪টায় যাত্রাবাড়ি এলাকায় তার মৃত্যু হয়।
নিহত শান্তা চাঁদপুর সদর উপজেলার শাহতলী মুন্সি বাড়ি নিবাসী মো. শামসুল হুদা মুন্সির সেজো মেয়ে এবং ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
এ বিষয়ে কলেজের আজীবন দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাব এর সভাপতি সোহেল রুশদী বলেন, আমি মুঠোফোনে শুনেছি আমাদের কলেজের মেধাবী শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে চাঁদপুর সদর হাসাপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল নেওয়ার পথে মারা যায়।
তিনি বলেন, বিষয়টি সাথে সাথে চাঁদপুর পুলিশ সুপার ও চাঁদপুর সদর থানার ওসি কে জানানো হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় চাঁদপুর সদর থানার ওসি ফয়েজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘাতক বাসকে আটকের চেষ্টা চলছে। চাদঁপুর সদর মডেল থানা ওসি ফয়েজ আহমেদ সকল ধরনের আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে। কলেজ কর্তৃপক্ষ পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।
চাঁদপুর পুলিশ সুপার বলেন, আইদি বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, আমি ঘটনা শুনে তৎক্ষণাৎ ঘটনাস্থল ঘোষেরহাট পরিদর্শন করেছি৷ কলেজ শিক্ষার্থীকে চাপা দেওয়া বাস আটকের চেষ্টা চলছে। ঘটনা তদন্তে থানার এসআই আওলাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে৷
নিহত শান্তার বাবা শামসুল হুদা মুন্সি জানান, সকাল ১১টায় আমার মেয়ে ঘোষের হাটে গেলে আইদি বাস চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরামর্শে ঢাকা মেডিকেল রেফার করে। ঢাকা নেওয়ার পথে যাত্রাবাড়ি এলকায় বিকাল ৪টায় সে মৃত্যুবরণ করে। আমি ঘাতক আইদি বাস চালকের বিচার চাই।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, জিলানী চিশতী কলেজের মেধাবী শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তার মৃত্যুতে কলেজের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলেজের আজীবন দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানসহ শিক্ষকবৃন্দ।