
যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং গ্রামীণ ঐক্য জোরদার করতে মানিকগঞ্জের সিঙ্গাইরে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে খান বানিয়াড়া খেলার মাঠ প্রাঙ্গণে খান বানিয়াড়া শীতকালীন ফুটবল উৎসব কমিটির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির উপদেষ্টা ও সদস্যসহ বিভিন্ন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।
আয়োজকরা জানান, আগামী ১০ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে। ৮ দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়সহ দেশের তারকা ফুটবলাররা অংশ নেবেন। চ্যাম্পিয়ন দল পাবে ১৫৫ সিসি সুজুকি জিক্সার এবং রানার-আপ দল পাবে ১১০ সিসি সুজুকি হায়াতে মোটরসাইকেল।