ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজবাড়ী প্রেসক্লাবে দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজবাড়ী প্রেসক্লাবে দোয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজবাড়ী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলের আগে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন ও সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাজিদ হাসান, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও সাহসী রাজনৈতিক নেত্রী। তাঁর সমগ্র রাজনৈতিক জীবনজুড়ে তিনি দেশের মানুষের কল্যাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্ব ও দৃঢ়তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

খালেদা জিয়া,রাজবাড়ী,প্রেসক্লাব,দোয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত