
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাচর এলাকায় শীতে বিপর্যস্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে যখন নিম্ন আয়ের মানুষগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছে, তখন তাদের পাশে দাঁড়াতে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় চর কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। উপকারভোগীদের মধ্যে ছিলেন বৃদ্ধ, নারী, শিশু, দিনমজুর ও ছিন্নমূল মানুষ। কম্বল পেয়ে খুশি ও স্বস্তি প্রকাশ করেন তারা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর শফিকুল হাসান তুষার। সভাপতিত্ব করেন সংবাদকর্মী তোফাজ্জল হোসেন শিহাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ওয়ার্ড যুবদল সভাপতি সিরাজ পাঠান, চর কিশোরগঞ্জ পঞ্চায়েত কমিটির সদস্য আলমগীর, বাবুল হোসেন।
আয়োজক সংবাদকর্মী তোফাজ্জল জানান, শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। শীত মৌসুমে দরিদ্র মানুষ যেন কষ্ট না পায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, মানবিকতার অন্যতম দৃষ্টান্ত।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, এ ধরনের সামাজিক কর্মকাণ্ড সমাজে সহমর্মিতা ও মানবিকতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।