
“ভবিষ্যতের জন্য পরিবর্তন হও” এই স্লোগানকে সামনে রেখে উদ্দেশ্য, দক্ষতা, নেতৃত্ব, সমস্যা সমাধান ও উন্নয়ন বিষয়ে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে রাজবাড়ীতে যুব উন্নয়ন উদ্যোগ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আয়োজনে রাজবাড়ী কনভেনশন সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা জাসাসের সাবেক সভাপতি এবং পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও অংকুর কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক সেখ আব্দুর রউফ হিটু।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আহ্বায়ক অদ্রী নেওয়াজ মাহমুদ হৃক।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির সাবেক সদস্য অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিত, ওয়ার্ল্ড ট্যালেন্ট ইকোনোমি ফোরাম ইন্সটিটিউটের প্রেসিডেন্ট অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ রানা, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ফারিয়া করিম, কবি খোকন মাহমূদ, রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী নিলয় শাহা প্রমুখ।
এরপর শিক্ষার্থীরা আয়োজকদের কাছে নানা বিষয়ে প্রশ্ন করেন। বক্তারা তাদের সকল প্রশ্নের উত্তর দেন।
সেমিনারে বক্তারা রাজবাড়ীর শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তরুণদের নেতৃত্ব, দক্ষতা ও ইতিবাচক পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে রাজবাড়ী ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের পাশে থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।