
দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে ১২০ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই স্বর্ণ পাওয়া যায়। পরে তা পরীক্ষা করে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG148 এর যাত্রী মো. আবু জাহেদের ইউ ব্যাগেজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় কার্গো টার্মিনালে স্ক্যানিং কালে স্বর্ণ সদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরে রাত সাড়ে ১২টায় স্বর্ণকারের প্রত্যয়নে ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূলে আটক করা হয়।
এসব স্বর্ণালংকারের বাজার মূল্য ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।
সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতে আটক স্বর্ণ চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে।