
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১১ সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
পূবের্র নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটির আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু ও সদস্য সচিব হয়েছেন অ্যাডভোকেট আলহাজ্ব মো. নুরুল আমিন।
এই কমিটির অন্যান্য সকল সদস্যরা হলেন যথাক্রমে— অ্যাডভোকেট মো. আকবর আলী, অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জী, অ্যাডভোকেট জালাল উদ্দীন, অ্যাডভোকেট মিসেস ফেরদৌসি ইফতেখার লুসি, অ্যাডভোকেট এবিএম ইমরান শাওন, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট শেখ তোহা কামাল উদ্দীন হীরা, অ্যাডভোকেট শেখ ই.জে.এস হাসীব, অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আলহাজ্ব মো. নুরুল আমিন জানান, এই কমিটি দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে তাদের দায়িত্ব হস্তান্তর করবেন।
তিনি আরো জানান, এই কমিটির মেয়াদ থাকবে সর্বোচ্চ ৬ মাস।