
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ট্রাকের পেছনে বাসের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।