ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

অত্যাবশ্যকীয় ২৯৫টি ওষুধের দাম বেঁধে দিচ্ছে সরকার

অত্যাবশ্যকীয় ২৯৫টি ওষুধের দাম বেঁধে দিচ্ছে সরকার

নতুন করে ১৩৫টি ওষুধকে অত্যাবশ্যকীয় তালিকায় যুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টিতে। এসব ওষুধের বিক্রির জন্য নির্দিষ্ট দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান।

তিনি বলেন, মানুষের চিকিৎসা সেবা ও ওষুধ প্রাপ্যতা নিশ্চিত করতে সরকার নির্ধারিত দামের মধ্যেই এসব অত্যাবশ্যকীয় ওষুধ বিক্রি করতে হবে। বিক্রেতাদের এ সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করতে হবে বলে জানান তিনি।

তবে সরকার নির্ধারিত দামে ওষুধ বিক্রির জন্য সংশ্লিষ্টদের কিছুটা সময় দেওয়া হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী।

বেঁধে দিচ্ছে সরকার,২৯৫টি ওষুধের দাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত