ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিইউসিবিএ'র ২৮তম ব্যাচের ইভিনিং এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন

সিইউসিবিএ'র ২৮তম ব্যাচের ইভিনিং এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ)-এর ২৮তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ইভিনিং এমবিএ প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তাদের এমবিএ প্রোগ্রামের জন্য সিইউসিবিএ-কে বেছে নিয়েছেন। আগামীর কর্পোরেট জগতে তোমরাই ভালো অবদান রাখবে।

উপাচার্য বলেন, বর্তমান সময়টা এআই, জেমিনি আর চ্যাট জিপিটি এর যুগ। মনে রাখতে হবে এসব অ্যাপের ওপর নির্ভরশীল হওয়া যাবে না। প্রয়োজন অনুসারে এগুলো ব্যবহার করতে হবে, পুরোপুরি নির্ভরশীল হয়ে গেলে আমাদের বুদ্ধিমত্তা ধ্বংস করে দেবে এসব অ্যাপ। উপাচার্য সবাইকে অভিনন্দন এবং আগামীর জন্য শুভ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, সিইউসিবিএ দেশের গৌরবময় একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। এখানে ভর্তি হয়ে তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছো।

তিনি সবাইকে সময় মেইনটেইন করার পরামর্শ দেন। পাশাপাশি গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, সিইউসিবিএ সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে বেরিয়ে অনেকেই ভালো জায়গায় রয়েছেন। এখানে কিছু জ্ঞান, ধারণা ও বুদ্ধি প্রদান করা হয়, যা পরবর্তী কর্মজীবনে কাজে লাগাতে পারে শিক্ষার্থীরা। এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের এক ছাতার নিচে আনা হয়েছে। এটা থেকে অনেক কিছু শেখার আছে। তিনি সবার জন্য শুভ কামনা জানান।

চবি সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ)-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিমের সভাপতিত্বে এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে বক্তব্য রাখেন র‍্যানকন সি-ফিশিং ডিভিশন এন্ড র‍্যানকন এফসি প্রোপার্টিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তানভির শাহরিয়ার রিমন।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চবি একাউন্টিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, চবি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক।

ওরিয়েন্টেশন প্রোগ্রামের বিভিন্ন আইন-কানুন, কোর্স সিস্টেম, একাডেমিক কার্যক্রম এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন চবি মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাউন্টিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এবং বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম।

এছাড়া বক্তব্য রাখেন সিইউসিবিএ এলামনাই এসোসিয়েশনের সভাপতি এবিএম শিহাব উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে চবি ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ভর্তিকৃত শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিইউসিবিএ,ইভিনিং এমবিএ প্রোগ্রাম,ওরিয়েন্টেশন প্রোগ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত