ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

লালমনিরহাটে গরু চোরাচালানের চেষ্টাকালে আটক ২

লালমনিরহাটে গরু চোরাচালানের চেষ্টাকালে আটক ২

লালমনিরহাটের পাটগ্রামে গরু চোরাচালানের চেষ্টাকালে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬১বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে পাটগ্রাম উপজেলার কাউয়ামারী (রাবার ড্যাম) এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ শমসেরনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৮৫৬ থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ামারী (রাবার ড্যাম) এলাকায় টহল চলাকালে গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতে যাওয়ার সময় দুইজন চোরাকারবারিকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন— পাটগ্রাম পৌরসভার সোহাগপুর গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে মো. ইয়াকুর আলী (৪০) ও পাটগ্রামের কাউয়ামারী আজিজপুর গ্রামের মো. মহিবার ইসলামের ছেলে মো. বাহাবুর ইসলাম (৩০)।

তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানায়, আটককৃতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের ও হস্তান্তর সংক্রান্ত আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

লালমনিরহাট,গরু চোরাচালান,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত