ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের গজারিয়ায় অটোচালক শাহজালাল (২৭) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই ইজিবাইক উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বেলা ১২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গত ৬ ডিসেম্বর দুপুরে বাউশিয়া ইউনিয়নের কাঞ্চন নদীর একটি খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে বিকেলে নিহতের ভাই জাহাঙ্গীর আলম লাশটি তার ভাই শাহজালালের বলে শনাক্ত করেন।

এরপর গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহত শাহজালাল বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামের বাসিন্দা।

তিনি জানান, ৫ ডিসেম্বর সকালে অটো নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর শাহজালাল আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে ফোন করলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৯ জানুয়ারি সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া এলাকা থেকে নিহতের বন্ধু ইব্রাহিম ওরফে সাগর (২৮)কে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে সাগর স্বীকার করে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে সে পূর্বপরিকল্পিতভাবে ঘুমের ওষুধ মিশিয়ে পানীয় স্পিড খাইয়ে শাহজালালকে অচেতন করে। পরে হাত-পা বেঁধে তাকে কাঞ্চন নদীর খালে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরদিন কুমিল্লার চান্দিনায় ৪৭ হাজার টাকায় ইজিবাইকটি বিক্রি করে দেয়।

তার দেওয়া তথ্যে একই রাতে গজারিয়ার ভবেরচর এলাকা থেকে ফাহিম (২৪)কে গ্রেফতার করা হয়। পরে কুমিল্লা কোতোয়ালী থানার দাউদেরখাড়া এলাকায় ফাহিমের বাড়ি থেকে চোরাই ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার ২,রহস্য উদঘাটন,মুন্সীগঞ্জে হত্যা মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত