ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণ করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। বিষয়টি শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শপথ গ্রহণের পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত। দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যার সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে পরিচিত। আবারও সেখানে ফিরতে পারায় তিনি অত্যন্ত আনন্দিত। ঢাকার মার্কিন দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দক্ষ দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করতে তিনি আগ্রহী বলে জানান। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

আগামী সোমবার (১২ জানুয়ারি) নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত ডিসেম্বর মাসে তাকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে গত ১৯ ডিসেম্বর লিংকডইনে দেওয়া এক পোস্টে ব্রেন্ট ক্রিস্টেনসেন নিজেই যুক্তরাষ্ট্রের সিনেট থেকে অনুমোদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সেই পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন এবং এই মনোনয়নের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। তার স্থলাভিষিক্ত হিসেবেই দায়িত্ব নিচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত,ব্রেন্ট ক্রিস্টেনসেন,শপথ,ঢাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত