ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি কার্যক্রম শুরু হয়।

শুনানিকে ঘিরে সকাল থেকেই প্রার্থীরা তাদের আইনজীবীদের সঙ্গে নিয়ে নির্বাচন ভবনে উপস্থিত হন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ দুইজন শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন।

এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন। প্রথম দিনের শুনানিতে আপিল নম্বর অনুযায়ী ১ থেকে ৭০ পর্যন্ত আবেদন নিষ্পত্তির জন্য তালিকাভুক্ত রয়েছে।

শুনানি শেষে আপিলের সিদ্ধান্ত মনিটরের মাধ্যমে জানানো হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।

এবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। শনিবার শুরু হওয়া এই শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

এবার নির্বাচনে অংশ নিতে এবার স্বতন্ত্র ও দলীয় প্রার্থীদের কাছ থেকে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারির মধ্যে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। ফলে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।

আপিল নিষ্পত্তি শেষে তফসিল অনুযায়ী আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,মনোনয়নপত্র,রিটার্নিং কর্মকর্তা,নির্বাচন কমিশন,আপিল আবেদন,শুনানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত