
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন, ঐতিহ্যবাহী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ।
শিক্ষা ক্ষেত্রে নিষ্ঠা, পেশাগত দক্ষতা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এর আগে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়ে প্রশংসিত হয়েছেন।
জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চাঁদপুরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন জেলার অন্যতম হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ।
এদিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় তাঁর প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মো. আবু ছাইদ বলেন, “এতে আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেলো। নিশ্চয়ই শিক্ষার্থীদের পাঠদানে কর্মস্পৃহা বাড়বে।” তিনি সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম ও মো. জুলহাস হোসেন, শ্রেষ্ঠ গার্লস গাইড লিপি রানি দে এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী রাহমুন ফেরদৌস।