ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় যুবকের গলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় যুবকের গলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা শহরের ওজোপাডিকোর পুরাতন দোতলা ভবনের কক্ষ থেকে সাগর (৩২) নামের এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাগর কুষ্টিয়া জেলার পোড়াদহ বাজারপাড়া এলাকার আনোয়ার খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড় এলাকার ওজোপাডিকোর দোতলা পুরাতন ভবনের পরিত্যক্ত কক্ষে একটি অর্ধ গলিত মরদেহ দেখে এলাকাবাসী চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম সাগর। তিনি কুষ্টিয়া জেলার পোড়াদহ বাজারপাড়া এলাকার বাসিন্দা। হত্যা বা অন্য কোনো ঘটনা আছে কিনা তা জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। ২/৩ দিন আগে তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

চুয়াডাঙ্গা,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত