ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

চিন্ময় দাসের জামিন শুনানি আজ

চিন্ময় দাসের জামিন শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে শুনানি করা হবে আজ।

রোববার (৪ মে) দুপুরে এ বিষয়ের উপর শুনানি করা হবে বলে গত বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ওই সাংবাদিকদের জানিয়েছিলেন ‘রোববার শুনানি হবে।’

এদিকে, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশের পর তার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, নিম্ন আদালতে জামিন না মিললেও উচ্চ আদালত জামিন দিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। কিন্তু তিনি সহসা মুক্তি পাচ্ছেন না। কারামুক্তিতে বাধাও নেই। সমস্যা কাগজপত্র নিয়ে।

চিন্ময় দাসের আইনজীবী আরও বলেন, হাইকোর্ট থেকে অর্ডারটি (আদেশ) নিম্ন আদালতে যাবে। যা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছতে সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে। এরপর তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন।

আবা/এসআর/২৫

চিন্ময় দাস,জামিন শুনানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত