ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাসিনা-কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন চলছে

হাসিনা-কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন চলছে

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ যুক্তিতর্ক শুরু হয়।

মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন যুক্তি উপস্থাপন শুরু করেছেন।

শুনানি বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এর আগে, গত ১৬ অক্টোবর রাষ্ট্রপক্ষ টানা পাঁচদিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে ওই আবেদন জানান।

একইসঙ্গে, এ মামলার অপর আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায়, তার শাস্তির বিষয়ে সিদ্ধান্ত আদালতের ওপর ছেড়ে দেন চিফ প্রসিকিউটর।

শেখ হাসিনা,মানবতাবিরোধী অপরাধ,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল,যুক্তিতর্ক,উপস্থাপন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত