ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সালমান-আনিসুলের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন

সালমান-আনিসুলের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলের কাছে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

এর আগে ৪ ডিসেম্বর এ মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়।

অভিযোগপত্রে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় তাদের ফোনালাপে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ বক্তব্য ছিল। ওই উসকানিমূলক বক্তব্যের পর ২০২৪ সালের ১৯ জুলাইসহ বিভিন্ন সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতা হত্যার ঘটনা ঘটে।

বর্তমানে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে সালমান এফ রহমান ও আনিসুল হক কারাবন্দি রয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থান,বিদেশি আইনজীবী,আবেদন,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল,সালমান এফ রহমান,আনিসুল হক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত