অনলাইন সংস্করণ
১৩:২০, ১৫ ডিসেম্বর, ২০২৫
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে আপিল করেছে প্রসিকিউশন।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আপিল দাখিল করা হয়েছে। আইন অনুযায়ী, আপিল নিষ্পত্তির জন্য ৬০ দিনের সময়সীমা নির্ধারিত রয়েছে। অবকাশকালীন ছুটির পর আপিলটি নিষ্পত্তির জন্য চেম্বার আদালতে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
এর আগে গত ২৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে গাজী তামীম জানিয়েছিলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের সাজার রায়ের অনুলিপি প্রসিকিউশনের হাতে এসেছে। সে সময় তিনি বলেন, যে অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যেই আপিল করা হবে।