ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মানবতাবিরোধী মামলায় জয়-পলকের শুনানি রোববার

মানবতাবিরোধী মামলায় জয়-পলকের শুনানি রোববার

মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী রোববার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনাল-১ এর একক বেঞ্চ, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে এ আদেশ দেন।

আজ (৭ জানুয়ারি) আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। তবে পলাতক আসামি জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের চিঠি ইস্যু না হওয়ায় শুনানি নতুন তারিখে স্থগিত করা হয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুনায়েদ আহমেদ পলকের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ।

এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দীর্ঘদিন ধরে তিনি কারাগারে অবস্থান করছেন। অপর আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ তাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেয়।

এর আগে, ১০ ডিসেম্বর জয়কে আত্মসমর্পণের জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে এবং একই দিন প্রসিকিউশন ফরমাল চার্জ জমা দেয়।

জানা যায়, সজীব ওয়াজেদ জয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটির উপদেষ্টা ছিলেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে আন্তর্জাতিক মহল থেকে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা চালানো হয়েছিল। এই পরিকল্পনার বাস্তবায়ন বাংলাদেশে পলকের তত্ত্বাবধানে করা হয়েছিল। ফলে, ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যায় উসকানির দায়ে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়েছে।

শুনানি রোববার,জয়-পলক,মানবতাবিরোধী মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত