
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দর্শনা–কালীগঞ্জ মহাসড়কের বাঁকা ব্রিক ফিল্ডের নিকট দ্রুতগামী পিকআপের ধাক্কায় ফজলুর রহমান (৬০) নামে এক নার্সারি ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার চার দিন পর আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফজলুর রহমান উপজেলার আশতলা পাড়ার বাসিন্দা এবং ববি নার্সারির মালিক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি সকাল ৮টার দিকে ফজলুর রহমান নিজ বাড়ি থেকে বের হয়ে নার্সারিতে যাওয়ার পথে বাঁকা ব্রিক ফিল্ডের কাছে পৌঁছান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
সেখানে অবস্থার অবনতি হলে গত ৬ জানুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।