মুন্সীগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই যুবককে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখমের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সুপারস্টার নামক একটি ইলেকট্রিক্যাল কোম্পানির মুল ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ওই দুই যুবক হলেন- গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের নীল কুটিপাড়া মহল্লার মৃত কামাল মিয়ার ছেলে সবুজ (২৪) ও একই উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের সুরুজ প্রধানের ছেলে সুজন প্রধান(২৭)। তাদের মধ্যে সবুজের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত সুজন প্রধান স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, সিএনজি চালক ও হামলাকারীদের নাম পরিচয় তিনি জানেন না। তবে তাদের মধ্যে কয়েজনকে চিনতে পেরেছেন। তারা আনারপুরা গ্রামের বাসিন্দা বলে জানান তিনি।