ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান দিদার গ্রেপ্তার

পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান দিদার গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানী ঢাকার রামপুরার মেরাদিয়ার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির একটি সূ‌ত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

দিদারুল আলম দিদার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসিরের অনুসারী। সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরের ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পটিয়ায় নির্বাচিত হয়েছিলেন দিদারুল আলম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হারুনর রশীদকে হারিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

দিদার পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের (চাচা খালেক) সন্তান।

তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য ও সর্বশেষ চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তার পিতার নামে গড়া বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আবদুল খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন।

সর্বশেষ বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বিগত ১৫ বছর দলের সুবিধাভোগী সাবেক বিতর্কিত হুইপ ও এমপি সামশুল হক চৌধুরী তৃণমূল ও কারানির্যাতিত নেতাকর্মীদের কোন খবরাখবর না নিলেও দিদারুল আলম দিদার নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন ও সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন একাধিক তৃণমূলের নেতা-কর্মীরা।

এ বিষয়ে পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল আলম দিদারকে রাজধানী ঢাকার রামপুরার মেরাদিয়ার হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পটিয়া ও চট্টগ্রাম মহানগর একাধিক মামলা রয়েছে। বুধবার দিদারকে আদালতে পাঠানো হবে।

উপজেলা চেয়ারম্যান,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত