
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের নামে নাশকতা ঠেকাতে কিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে ১০টার দিকে গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক মুকসুদকে আমান সরকার বাজার এলাকা থেকে এবং ৪টায় হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সারোয়ার রানাকে আনুহা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে হোসেনপুর থানা পুলিশ।
এছাড়াও হোসেনপুর পৌর ছাত্রলীগ নেতা চঞ্চল মিয়া ও হোসেনপুর উপজেলার নান্দানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন-কে গ্রেপ্তার করা হয়।
উপজেলা আওয়ামী লীগ নেতা সারোয়ার রানাকে এর আগেও একবার গ্রেপ্তার করা হয়েছিল।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা সারোয়ার রানা ও ছাত্রলীগ নেতা এনামুল হক মুকসুদকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসি আরো জানান, কিশোরগঞ্জ সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়।