ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৩২ লাখ টাকার মালামাল লুট

সিরাজগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৩২ লাখ টাকার মালামাল লুট

সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাঁসগাতী গ্রামের ট্রান্সপোর্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম আকন্দের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা বাড়ির গৃহকর্তা রফিকুলসহ চারজনের হাত পা বেঁধে রাখে এবং আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে কালো রঙের বড় প্রাইভেটকার যোগে ৭/৮ জন ডাকাত বাড়ির প্রধান ফটকের তালা কেটে প্রবেশ করে। তারা ঘরের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে রফিকুল ইসলামসহ চারজনকে বেঁধে ফেলে এবং মারপিট করে। এ সময় ডাকাতেরা আলমারি ও শোকেসের তালা ভেঙ্গে প্রায় ১৮ ভরি বিভিন্ন রকমের স্বর্ণালংকার ও নগদ ৯২ হাজার টাকাসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতেরা প্রায় ২ ঘন্টা যাবত এ লুটপাট করে। পরে স্থানীয়রা টের পেয়ে ওই গৃহকর্তাসহ সবাইকে উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন। পুলিশ এ ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে বলে তিনি উল্লেখ করেন।

ব্যবসায়ী,ডাকাতি,লুট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত