
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনোদনপুর গ্রামে চুরির ঘটনায় নয়ন ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার নয়ন ওই উপজেলার বস্তুল গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, সোমবার সকালে ওই যুবক ওই গ্রামের সানোয়ার হোসেনের বাড়ির গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় সানোয়ার বাড়িতে ফিরে দেখেন গেটের তালা খোলা এবং ঘরে মানুষ ঢুকেছে বুঝতে পেরে চিৎকার করে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ সময় ওই যুবক দাবি করে আদালতে চুরির মামলার হাজিরার তারিখ রয়েছে। এ হাজিরার টাকা যোগাতেই ফের চুরি করতে এসেছি। তবে তার বিরুদ্ধে আরো তিনটি চুরির মামলা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।