
চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া মাঠে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে মিরাজুল ইসলাম (২০) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় নিহতের বাবা তৈয়ব আলী (৪০) গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মেরাজুল একই উপজেলার আলুকদিয়া গ্রামের তৈয়ব আলী ছেলে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ হাসান আলী (৪৫) ও রাজিব (৩১) কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে মেরাজুল ইসলাম ও তার বাবা তৈয়ব আলী আলুকদিয়া গ্রামের মাঠে কাজ করার উদ্দেশ্যে যান। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ একই গ্রামের জহর উদ্দিনের ছেলে হাসান আলী ও আব্দুর রহমানের ছেলে রাজিব জমিজমা নিয়ে বিরোধের জেরে মিরাজুল ও তার বাবা তৈয়ব আলীকে মাঠেই অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এতে মিরাজুল প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান ও রাজিব তাদেরকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে মিরাজুল ঘটনাস্থলেই নিহত হয় এবং তৈয়ব আলী গুরুতর আহত হন। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তৈয়ব আলী কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাসান আলী ও রাজিব-কে আটক করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে মিরাজুলকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।