
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ছয়ঘরিয়া সীমান্ত থেকে এক কেজি ১৬২ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বারসহ আব্দুল মমিন (৪৯) ও আবুল কালাম আজাদ (৪৭) কে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।
আটককৃত আব্দুল মোমিন দর্শনা থানাধীন নাশিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে ও আবুল কালাম আজাদ একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।
বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ৬ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন কর্নেল মো. নাজমুল হাসানের নির্দেশে সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজেপি সদস্যদের একটি চৌকস দল দর্শনা থানাধীন ছয়ঘরিয়া সীমান্তবর্তী ৭৯ নম্বর মেইন পিলার হতে ১২০০ গজ বাংলাদেশের অভ্রান্তরে ছয়ঘরিয়া তেমাথা নামক স্থানে পাকা রাস্তার পাশে ওত পেতেছিল। এই সময় সীমান্তগামী একটি মোটরসাইকেল দেখে গতিরোধ করে আব্দুল মমিন ও আবুল কালাম আজাদ কে মোটরসাইকেলসহ আটক করে। তাদের দেহ তল্লাশি করে আটটি স্বর্ণের বার উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসায় আটককৃতরা জানান, বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। যার ওজন এক কেজি ১৬২ গ্রাম। যার মূল্য ১ কোটি ৭২ লক্ষ টাকা ১৫ হাজার ১৮২ টাকা।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এই ব্যাপারে সুলতানপুর বিওপি ক্যাম্পের হাবিলদার মো. মিজানুর রহমান বাদী হয়ে থানা একটি মামলা দায়ের করেছে। উদ্ধারকিত স্বর্ণের বার সমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।