
চাঁদপুর মডেল থানা পুলিশের বিশেষ নিয়মিত অভিযানকালে প্রথমবারের মতো মরননেশা আইস ও ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) গভীর রাতে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম শহরের বড় স্টেশন এলাকার যমুনা রোডের মাথায় চেক পোস্ট বসায়। এসময় ক্লাব রোড এলাকার রেজু সিকদারের ছেলে মো. সেলিম সিকদার (৩৮)-কে ২০ পিস ইয়াবা ও আইসসহ হাতে নাতে আটক করা হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া জানান, চাঁদপুর মডেল থানায় এই প্রথম আইসের মামলা দায়ের করা হয়েছে। আইস ও ইয়াবাসহ আসামি আটক করা হয়েছে। এতে প্রতীয়মান হয় যে চাঁদপুরেও মাদককারবারিরা আইসের মতো মাদকদ্রব্য বিক্রি করছে।
আটক আসামীর কাছ থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি। কারা আইসের মতো মাদক বিক্রি করছে আমরা তাদেরকেও আইনের আওতায় আনবো।
তিনি আরো জানান, আটক সেলিম সিকদারের বিরুদ্ধে চারটি মাদকের মামলা রয়েছে। দুপুরে আটক সেলিম সিকদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।