ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইয়াবাসহ পাবনার যুবদল-কৃষক দলের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

ইয়াবাসহ পাবনার যুবদল-কৃষক দলের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

বিপুল পরিমাণ ইয়াবাসহ পাবনা জেলা যুবদল নেতা ও সুজানগর পৌর কৃষকদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা টেবলেট, নগদ ২০ হাজার ২২০ টাকা ও ৪টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (৩১ আগস্ট) ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা পৌর এলাকার দোহারপাড়ার মৃত জহুরুল ইসলাম রইসের ছেলে রাশেদ রানা, রাধানগর মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে যুবদল কর্মী আমিনুল ইসলাম রনি এবং পাবনার সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও পৌর এলাকার ভবানিপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ মন্ডল।

পুলিশ ও র‌্যাব জানায়, তারা নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা আনা নেয়া করতো। রবিবার এমন গোপন সংবাদের ভিত্তিতে পাবনা-কক্সবাজারগামী সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে আটককৃতদের কাছ থেকে এইসব ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবিব বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের নামে মাদক আইনে মামলা দায়ের হয়ছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সংগঠনের কেউ দেশবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম বলেন, আমরা খোঁজ খবর নিচ্ছি, যদি তথ্য সঠিক হয় তাহলে তাকে বহিষ্কার করবো।

ইয়াবা,যুবদল,কৃষক দল,নেতাকর্মী,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত