অনলাইন সংস্করণ
১৪:৩৭, ০৭ সেপ্টেম্বর, ২০২৫
চেক জালিয়াতির মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শামসুদ্দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (০৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিজ রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম। তিনি জানান, শামসুদ্দোহাকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছে।
জানা গেছে, শামসুদ্দোহা বিভিন্ন আর্থিক লেনদেনে চেক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।