
কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী এলাকা থেকে ডাকাতি প্রস্তুতিকালে জসিম উদ্দিন নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড কার্তুজ, বিভিন্ন ডাকাতির সরঞ্জাম এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে শহরের সাহিত্যিকা পল্লী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী এলাকায় পুলিশের মোবাইল টিম নিয়মিত টহল ডিউটি কালে একটি মাইক্রোবাস পুলিশের টহল গাড়ি দেখে পিছু হটে। মাইক্রোবাসটি হঠাৎ পিছু হটার কারণে মোবাইল টিম সন্দেহ হলে দীর্ঘ পথ গাড়িটিকে অনুসরণ করে পুলিশ। এক পর্যায়ে গাড়িতে থাকা সশস্ত্র ডাকাত দল বন্দুক তাক করে গাড়ির দরজা খুলে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. জসিম উদ্দীন নামের একজনকে ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত গাড়িটি আটক করে গাড়িতে থাকা ডাকাতির প্রস্তুতির একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, মঙ্গলবার ভোরে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায়। এসময় জসিম উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করা হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সহ মাইক্রোবাস উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, ধৃত জসিম একজন চিহ্নিত ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবারের ঘটনায় নতুন করে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।