ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভারতের ইমিগ্রেশনে আটক ছাত্রলীগ নেতা, পরে হস্তান্তর

ভারতের ইমিগ্রেশনে আটক ছাত্রলীগ নেতা, পরে হস্তান্তর

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে আটক করেছে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করে ওইদিন রাতেই তাকে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জালিয়াতি মামলায় চুয়াডাঙ্গা আদালতে নেওয়া হলে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে। আটক জুবায়ের বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবীরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর। এ প্রসঙ্গে দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ তুহিন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে গেদে ইমিগ্রেশনের কর্মকর্তারা দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক মো. জুবায়ের হোসেনকে আমাদের কাছে হস্তান্তর করেন।’

তিনি আরও জানান, জুবায়ের গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে পাসপোর্টে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গমন করেছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার তিনি বাংলাদেশ থেকে গমন না করেও ভুয়া গমন দেখিয়ে এন্ট্রি করতে গেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

তুহিন আরও বলেন, আটকের পূর্ব পর্যন্ত জুবায়ের ভারতে অবস্থানকালে বাংলাদেশি ইমিগ্রেশন সীল জালিয়াতি করছিল। এই ব্যাপারে আমি বাদী হয়ে দর্শনা থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করি এবং তাকে থানায় সোপর্দ করি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, দর্শনা থানায় জালিয়াতির মামলায় তাকে শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল-হাজতে পাঠিয়েছেন।

ভারত,ইমিগ্রেশন,আটক,ছাত্রলীগ,হস্তান্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত