
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুসুম্বী উত্তরপাড়া গ্রামের এক বিয়ে বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার দিনভর ওই গ্রামের আব্দুস সামাদের ছেলের বউভাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ওইদিন রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় ডাকাতেরা বিশেষ কৌশলে ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে। এতে ওই পরিবারের সবাই অচেতন হয়ে যায়। এ সময় তারা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন রোববার সকালে ওই পরিবারের সবাইকে অচেতন দেখতে পায় প্রতিবেশীরা। পরে তারা ঘরে প্রবেশ করে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, ঘটনাটি জেনেছি। ইতোমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটা চুরি না ডাকাতি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।