অনলাইন সংস্করণ
১৭:৪৩, ১৪ অক্টোবর, ২০২৫
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৬৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৫১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৪ জন রয়েছে।
এছাড়া একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ ও একটি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।