ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দর্শনায় দিনে-দুপুরে অর্ধ কোটি টাকার মালামাল চুরি

দর্শনায় দিনে-দুপুরে অর্ধ কোটি টাকার মালামাল চুরি

চুয়াডাঙ্গার দর্শনায় একটি বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা ও ২০ ভরি সোনার গয়না চুরি করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আমতলা পাড়ায় দর্শনা কেরুজ প্রাইমারি স্কুলের শিক্ষিকা মঞ্জুর বাড়িতে এ ঘটনা ঘটে।

শিক্ষিকা মঞ্জু জানান, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে শিক্ষকতা করার জন্য যাই। শিক্ষকতা শেষ করে দুপুরে বাড়ি ফিরে দেখি আমার তিনতলা বিল্ডিং এর দোতলায় ঘরের দরজা ভেঙে চোরেরা ভিতরে প্রবেশ করে। এরপর তারা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

তিনি আরো জানান, এ ব্যাপারে দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

দিন দুপুরে ঘরের দরজা ভেঙে এমন চুরির ঘটনায় হতবাক হয়েছেন দর্শনাবাসি। এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে আতঙ্ক।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, অভিযোগ পেয়েছি। চোর চক্রের সদস্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

দর্শনা,মালামাল,চুরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত