ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি ফরিদুল ইসলাম ওরফে বিটকেলকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

ফরিদুল ইসলাম ওরফে বিটকেল ওই গ্রামের বাদশা শেখের ছেলে।

র‌্যাব -১২’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ আগস্ট বাড়িতে কেউ না থাকার সুযোগে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে ফরিদুল। ওই প্রতিবন্ধীর মা বিষয়টি জানতে পেরে গত ১ সেপ্টেম্বর সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে সে পালিয়ে বেড়াচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়াকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকালে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সিরাজগঞ্জ,প্রতিবন্ধী ধর্ষণ,আসামি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত